ভাড়া না দিতে পারায় কেরানীগঞ্জে এক প্রতিবন্ধী নারীকে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় এন মল্লিক পরিবহনের বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।গ্রেপ্তার ২জন হলো- এন মল্লিক পরিবহনের বাসের চালক সবুজ মিয়া (৪০) এবং হেলপার হাসান (২২)।

বাক-প্রতিবন্ধী হওয়ায় টাইলসের ওপর লিখে ওই নারী তাকে ছুড়ে ফেলে দেওয়ার কারণ সম্পর্কে উপস্থিত জনতাকে জানান। ওই নারী লিখেন, ‘এন মল্লিক বাসে তিনি কোনাখোলা থেকে উঠেছিলেন। ভাড়া নাই। এন মল্লিক কোনোদিনও আমার থেকে ভাড়া নেয় না। এরা ভাড়া চায়। দিতে না পারায় এমন ব্যবহার। এন মল্লিকের সবাই আমাকে চেনে। ও মনে হয় চিনে নাই।’

মঙ্গলবার সকালে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে এন মল্লিক নামের একটি বাস কেরানীগঞ্জের রোহিতপুর বাজার এলাকায় ওই নারীকে ছুঁড়ে ফেলে। ঘটনাটির একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গাড়ির নম্বর ঢাকা মেট্রো ব-১৩-১৫২১। বাস থেকে ফেলে দেওয়া ওই নারী বাক‌প্রতিবন্ধী। তিনি মাটিতে পড়ে প্রচণ্ড ব্যথায় কান্নাকাটি করছিলেন। পরে উপস্থিত স্থানীয়রা তাকে রাস্তা থেকে তোলেন।

এ ঘটনায় একজন প্রতিবন্ধীর সঙ্গে এমন আচরণে অভিযুক্তদের গ্রেপ্তার এবং বিচার দাবি করে মানববন্ধন করেছিল স্থানীয়রা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *