বিভাগীয় শহরে সিটি করপোরেশন এলাকায় ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে বুধবার (১০ মার্চ) দুপুর ২টায় ঢাকা মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠের পরিবর্তে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ হবে।

মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধক্রমে সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *