বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করেছেন, তাকে হত্যার চেষ্টা চলছে। স্থানীয় এমপি একরামের বাড়িতে বসে হত্যার পরিকল্পনা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বসুরহাটের মেয়র কাদের মির্জা বলেন, ‘শুক্রবারও এমপি একরামের বাড়িতে বসে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। গত কয়েকদিনে আমার ৭-৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের মাধ্যমে আমার নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। প্রত্যেক নেতাকর্মীর বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে। তিনি বলেন, এখানে সবকিছু একতরফা হচ্ছে। প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে।

শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আলোচিত আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় আমি এখান থেকে নড়ব না। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজি চালক আলাউদ্দিন হত্যার বিচার বিভাগীয় তদন্ত, গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইকে দিয়ে তদন্ত করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *