এনজিও ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ‘কীর্তিমান নারী সম্মাননা-২০২১’ পেয়েছেন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর চেয়ারম্যান জেসমিন প্রেমা।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (১৩ মার্চ) ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেয় ‘ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস’ নামের একটি সংস্থা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেণ্য মানবাধিকার ও সমাজ কর্মী, সংসদ সদস্য আরমা দত্ত। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস’ চেয়ারম্যান এডভোকেট লুৎফুল আহসান বাবু।
সম্মাননায় ভূষিত হয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেসমিন প্রেমা বলেন, নারী দিবসের এই সম্মাননা আমি সমাজের সুবিধা বঞ্চিত নারীগণের উদ্দেশ্য উৎসর্গ করছি। একটি নারী প্রধান সংস্থার চেয়ারম্যান হিসাবে আজ স্কাস এর এই অর্জন শুধু আমার নয়, এটি সকল নারীদের অর্জন। তিনি আরও বলেন, নারীদের এখন সামনে আসার সময়। তাই সমাজে নারীদের নিজেদের অবস্থান নিজেদেরকেই তৈরী করে নিতে হবে।

