জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, শেয়ার বাজার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযােদ্ধা আতিয়ার রহমান আতিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল রাত ১০টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।
Thank you for reading this post, don't forget to subscribe!আজ রবিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে আতিয়ার রহমান আতিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে বীর মুক্তিযােদ্ধা আতিয়ার রহমান আতিকের মৃত্যুতে গভীর শােক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শােকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

