খেলাধুলা ডেস্ক ::

অভিষিক্ত ইশান কিষাণকে নিয়ে ব্যাটে ঝড় তুললেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ভারতকে ঘুরে দাঁড়ানোর নেতৃত্ব দিলেন। সঙ্গে উড়িয়ে দিলেন ছুটে আসতে থাকা হরেক সমালোচনার ঝাঁপি। বিরাট কোহলি এমন দিনে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছোট ফরম্যাটের ক্রিকেটে খুলেছেন তিন হাজার রানের ক্লাবও।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৬৪ রান জমায় ইংল্যান্ড। জবাব দিতে নেমে ৭ উইকেট ও ১৩ বল অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে ভারত।

রোববার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ চার ও ৩ ছয়ে ৪৯ বলে ৭৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই ‘রান মেশিন’। এই ইনিংসের মাধ্যমে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মালিক হয়েছেন কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি নেই কোহলির, সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৪। তবে শতক ছাড়াই অন্যান্য সব ব্যাটসম্যানদের পেছনে ফেলে দিয়েছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কোহলির পরই রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ৯৫ ইনিংসে ২৮৩৯ রান তার। এরপর কোহলির সতীর্থ রোহিত শর্মা। ১০০ ইনিংসে হিটম্যানের রান ২৭৭৩। অজি দলপতি অ্যারন ফিঞ্চ ৭১ ইনিংসে করেছেন ২৩৪৬ রান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *