ডায়ালসিলেট ডেস্ক ::   বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া’র কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ছাত্রনেতা সুলতান আহমদ বলেছেন আল্লামা বালাউটি (র) ছিলেন একাধারে একজন প্রকৃত আলিম ও বুযূর্গানে দীন। যার সংস্পর্শে বহু বিপদগামী মানুষ পেয়েছে সঠিক পথের দিশা। যিনি বহু খানকা প্রতিষ্টা করে মানুষকে সঠিক আলোর পথের দিশা দিয়েছেন।  যার জীবন নতুন প্রজন্মের জন্য এক অনুকরনীয় আদর্শ।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ২২নং ওয়ার্ড সিলেট মহানগরীর উদ্যোগে আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি (রহ:)-এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

আজ (২৭ নভেম্বর বুধবার) নগরীর উপশহরস্থ শাহজালাল মডেল মাদরাসা হলে আয়োজিত সেমিনারে শাখা সভাপতি এফ কে জুনেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া আহমদের পরিচালনায় অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন আল্লামা বালাউটি ছাহেব (রহ:)- এর ছাহেব জাদা হাফিজ মো: ওলিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা, বদরুল ইসলাম, সিলেটে মহানগর তালামীযের সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, জালালপুর জালালিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক শামসুল হক বিন আফতাব, ২২ নং ওয়ার্ড তালামীযের সাবেক সভাপতি মো জুনেদ আহমদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২২ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মো মিজানুর রহমান, অর্থ সম্পাদক তানভীর খাঁন, সদস্য- আশরাফ নাবিল, মামুন আহমদ প্রমূখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *