প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১
বিনোদন ডেস্ক ::
ক’দিন আগেই সঞ্জয় লীলা বানসালির মুক্তি প্রতীক্ষিত ছবি ‘গাঙ্গুবাই কাথিওয়াড়ি’র টিজারে দুর্দান্ত লুকে আলিয়া ভাটকে দেখেছেন দর্শক। প্রশংসা পাচ্ছেন সব শ্রেণির দর্শকদের কাছ থেকে। আরো একবার অন্য আলিয়াকে দেখা গেলো এবার
তবে সেটা তার আরেক ছবি ‘আরআরআর’ এর ফার্স্ট লুকে যা নির্মাণ করতে যাচ্ছেন ‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলি। অনেকদিন ধরেই এই ছবিটি মুক্তির প্রতিক্ষায় রয়েছেন দর্শকরা। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে আসন্ন এই ছবিটির মূল কয়েকটি চরিত্রের ফার্স্ট লুক। আর এবার প্রকাশ্যে এলো ‘সীতা’ চরিত্রে আলিয়া ভাটের ফার্স্ট লুক!
সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় নিজের ২৮ তম জন্মদিন উপলক্ষে নিজ ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবিটি শেয়ার করেন আলিয়া। ‘সীতা’র লুকে আলিয়াকে যে বেশ ভিন্নভাবে পর্দায় দেখা যাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
আলিয়া ছাড়াও ‘সীতা’ চরিত্রে তার লুকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন পরিচালক এস এস রাজামৌলি সহ ছবিটির তারকা রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ সহ আরো অনেকেই। একই সাথে আলিয়ার এই লুকের প্রশংসায় পঞ্চমুখ ছবিটির পরিচালক ও তারকারা।
মূলত স্বাধীনতা পূর্ববর্তী ১৯২০ দশকের প্রেক্ষাপটে তৈরি ‘আরআরআর’ ছবিতে উঠে আসবে সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের জীবন। যেখানে আদিবাসী নেতা কোমারাম ভীম চরিত্রে দেখা যাবে জুনিয়র এনটিআরকে। অপরদিকে আল্লুরি সীতারাম রাজু চরিত্রে দেখা যাবে রাম চরণকে।
তামিল, তেলেগুর পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। যার বাজেট ৪০০ কোটি রুপিরও বেশি বলে গুঞ্জন আছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech