৪র্থ জাতীয় উশু ডুয়ান ব্ল্যাক বেল্ট ডিগ্রি অর্জন সিলেটের আনোয়ার হোসেনের

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২১

৪র্থ জাতীয় উশু ডুয়ান ব্ল্যাক বেল্ট ডিগ্রি অর্জন সিলেটের আনোয়ার হোসেনের

ডায়ালসিলেট ডেস্ক ::

২য় জাতীয় উশু ব্ল্যাক বেল্ট ডুয়ান প্রশিক্ষণ কোর্স-২০২১ এ উশু কুংফু থাউলু ইভেন্টে সারা বাংলাদেশের মধ্যে ১জন এই ডিগ্রী অর্জন করেন। আন্তর্জাতিক উশু কোচ সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  মোঃ আনোয়ার হোসেন এই ডিগ্রী লাভ করেন।

গত ৬ মার্চ ঢাকা মিরপুরের শহীদ সোহরাওর্য়াদী ইনডোর ষ্টেডিয়ামের বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ৩ দিন ব্যাপী সমাপনী দিনে প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এএসএম আলী কবির এর কাছ থেকে মোঃ আনোয়ার হোসেন এ সনদ গ্রহণ করেন।

মো: আনোয়ার হোসেন একজন আন্তর্জাতিক উশু কোচ। সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান উশু প্রশিক্ষক। এছাড়াও তিনি সিলেট জেলা উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক উশু কোচ মো: আনোয়ার হোসেন দেশ-বিদেশে থেকে অনেক ডিগ্রী অর্জন করে দেশের জন্য সুনাম বয়ে নিয়ে এসেছেন। উশু কোচ মো: আনোয়ার হোসেন এ সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় সকলের দোয়া প্রার্থী।

এসময় তিনি বলেন, আমার এ শিক্ষা দেশের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রশিক্ষণ দিয়ে দেশ বিদেশ থেকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ পদক নিয়ে আসতে চাই। বিজ্ঞপ্তি

0Shares