বিনোদন ডেস্ক ::

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই ‘নতুন গল্প হয়ে যাক’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে এই ওটিটি প্ল্যাটফর্মের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজগুলোর খণ্ডাংশ প্রকাশ করা হয়েছে। আর সেখানেই প্রথমবার দেখা গেছে বাঁধনকে।

ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁধন খোলা চুলে ডিভাইনের ওপর বসে আছেন। তার পরনে শাড়ি। তাকিয়ে আছেন রহস্যময় একদৃষ্টিতে।

সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে অভিনয় শুরুর পর থেকেই আলোচনায় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অনেকে জল্পনাকল্পনা শুরু করেছিলেন নতুন রূপে বাঁধনকে পর্দায় কেমন দেখাবে, তা নিয়ে। অবশেষে দেখা মিলল সৃজিতের ওয়েব সিরিজে বাঁধনের।

এই দৃশ্য নিয়ে বাঁধন জানিয়েছেন, গল্প ও চরিত্রের জন্য তিনি পর্দায় এভাবেই ভিন্নরূপে নিজেকে তুলে ধরছেন। তার চরিত্রের নাম মুসকান।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *