ডায়ালসিলেট::

গোলাপগঞ্জে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন (৪২) খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ৪জনকে অজ্ঞাত করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং-২৮/ ২৩.০৩.২০২১ইং) দায়ের করেন নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো- উপজেলার হাজীপুর লরিফর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আলী আহমদ (২৪) ও একই গ্রামের ফজলু মিয়ার ছেলে সাহেদ আহমদ (২৫)।

এদিকে এ ঘটনায় সিএনজি অটোরিকশা চালক মহি উদ্দিনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়।

সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, রোববার দিবাগত (২২ মার্চ) রাত দেড়টার দিকে ঢাকা থেকে ফেরার পথে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর লরিফর গ্রামে আসামাত্র কয়েজন সন্ত্রাসী কলাগাছ ফেলে গাড়ির গতি রোধ করে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃৃত্যুর কোলে ঢলে পড়েন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *