ডায়ালসিলেট ডেস্ক:: গোয়াইনঘাট থানাধীন মাঝাপাড়া গ্রাম থেকে ফেন্সিডিলসহ জসিম উদ্দিনকে (৩১) গ্রেফতার করেছে র্যাব। এসময় র্যাব তার কাছ থেকে ৮৫ বোতল ফেন্সিডিল জব্দ করে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত জসিমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
সে গোয়াইনঘাট থানাধীন মাঝপাড়া গ্রামের মৃত ইব্রাহীম আলীর ছেলে। এরআগে বুধবার (২৪ মার্চ) রাতে র্যাব-৯ এর মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান আল আলমের নেতৃত্বে এ অভিযান চালায় র্যাব।
বিষয়টি নিশ্চিত করেন র্যাবের এএসপি ওবাইন। তিনি জানান, গ্রেফতারকৃত জসিম পেশাদার একজন মাদক ব্যবসায়ী।