৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২১

৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের আলোচনা সভা অনুষ্ঠিত

ডায়ালসিলেট ডেস্ক ::

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টায় ক্লাব প্রাঙ্গণে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্লাব প্রেসিডেন্ট সদর উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ভাইস প্রেসিডেন্ট আবু বকর হিরনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল আলম।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের অর্থ ও পরিকল্পনা বিভাগের সদস্য দেলোয়ার জাহান চৌধুরী (আপেল), ব্যবস্থাপনা বিভাগের সদস্য এনায়েত আহমদ, উন্নয়ন ও আবাসিক বিভাগের সদস্য নেহাল মোহাম্মদ হাসনাইন, ক্রীড়া বিভাগের সদস্য ফজলে এলাহী চৌধুরী, সাংস্কৃতিক বিভাগের সদস্য মোহাম্মদ আলতাফ, আপ্যায়ন বিভাগের সদস্য মো. আখলাকুর রহমান চৌধুরী, ক্লাবের সদস্য ও সাবেক সাংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক। গীতা নৃত্যনাট্য পরিবেশনায় নৃত্যশৈলী রচনা করেন তুষার কর, পরিচালনা নিলাঞ্জনা জুঁই সহ ক্লাব সদস্যের পরিবারের সদস্যবৃন্দ।

 

 

0Shares