ডায়ালসিলেট ডেস্ক:সব বাধা ডিঙিয়ে মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর ।সংবাদিকতা করা একটি কঠিন কাজ ও চ্যালেঞ্জিং কাজ ।পত্রিকায় লাভের চেয়ে ঝুকি বেশি।তবে ঝুকি নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে চাই । সময়ে আমরা নানানভাবে ষড়যন্ত্রও হয়রানীর স্বীকার হয়েছি ।কিন্তু সব হুমকি ,ধুমকি,ষড়যন্ত্র হয়রানীকে মোকাবেলা করেছি ।আমরা থেমে থাকতে নয়,সামনের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়েই সংবাদপত্র জগতে নেমেছি ।তাই কোন ষড়যন্ত্র বা বাধাই দমিয়ে রাখতে পারবে না ।সাংবাদিকতাআমার স্বপ্ন ,এস্বপ্ন নিয়ে আমি যেতে চাই সামনের দিকেও অনেক দূর ।জানি একাজ খুব সহজ নয় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় আমি যেকোন কাজেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ।তাই সকল বাধা অতিক্রম করে মানুষের পাশে,মানুষের কল্যাণে কাজ করতে সব সময় বদ্ধপরিকর ।
Thank you for reading this post, don't forget to subscribe!
