৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামে আত্মঘাতী বিজেপি কর্মী, ১৪৪ অনুচ্ছেদে ভোটগ্রহণ চলছে

আর্ন্তজাতিক ডেস্ক ::

ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে, ভারতের পশ্চিমবঙ্গ, নন্দীগ্রামের ভেটুকিয়ায় বিজেপি কর্মীর আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি থেকে বিজেপি সমর্থকের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম উদয় ডোবে (৪৬)। পরিবারের দাবি, উদয় রাতে আত্মীয়ের বাড়িতে ঘুমোতে যান। স্ত্রী, বাচ্চারা অন্য ঘরে ঘুমাচ্ছিল। সকালে পরিবারের সদস্যরা বাসা থেকে বেরিয়ে এসে দেখেন বারান্দায় লাশ ঝুলছে।

উদয়ের বাবা ছিলেন বিজেপি কর্মী। উদয় বিজেপির সমর্থকও ছিলেন বলে পরিবারটি জানিয়েছে। উদয়ের স্ত্রী গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন যে গত কয়েকদিন ধরে তৃণমূল তাকে হুমকি দিচ্ছে। উদয় মানসিক চাপে ভুগছিলেন। “আমরা মঙ্গলবার রাতে ফোনেও কথা বলেছি,” তিনি বলেছিলেন।

তিনি বলেছিলেন যে তৃণমূল থেকে নিয়মিত হুমকি রয়েছে। ভোটে বেরিয়ে আসতে অসুবিধা হতে পারে। সে কারণেই তিনি মানসিক অশান্তি ও ভয়ে ভুগছিলেন। ঘটনাটি আত্মহত্যা হলেও তৃণমূল এই ঘটনাকে তীব্র করে তুলেছে। ”ঘটনার পরপরই নন্দীগ্রাম পুলিশ এলাকায় পৌঁছেছে। ইতিমধ্যে একটি ময়নাতদন্ত শুরু হয়েছে। এদিকে তৃণমূল থেকে চাপ তৈরির অভিযোগ অস্বীকার করা হয়েছে।

এই নন্দীগ্রামের ভাগ্য নির্ধারণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে লড়াই করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন নির্বাচনের সময় পুরো নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি করেছে। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপির হিরান চ্যাটার্জী এবং অশোক দিনদারের ভাগ্যও আজকের নির্বাচনে অনুষ্ঠিত হবে।

0Shares
`);printWindow.document.close(); }) .catch(error => console.error("Error loading print page:", error)); }); });