ডায়ালসিলেট ডেস্ক ::

রাজধানী ঢাকায় সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে  হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হককে আটক করার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল করে হেফাজতে ইসলাম বাংলাদেশ নেতাকর্মীরা। তারই প্রতিবাদে সিলেটেও বিক্ষোভ মিছিল করেছেন জামিয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা।

শনিবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীতে  এ বিক্ষোভ মিছিল বের হয়। এতে অংশ নেন মাদ্রাসার  শত-শত শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণ। এ সময় তারা ‘শাহজালালের তলোয়ার- গর্জে উঠুক আরেকবার’ মামুনুল হকের কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’ এমন স্লোগানে উত্তাল গয়ে উঠে সিলেট নগরীতে।

মিছিলটি কাজিরবাজার মাদ্রাসা থেকে শুরু হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্ট ঘুরে আবার মাদ্রাসায় গিয়ে সমাপ্ত হয়।

মামুনুল হক অবরুদ্ধ এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর জড়ো হতে থাকে হেফাজত কর্মি ও  সমর্থকরা। একপর্যায়ে রয়েল রিসোর্টে থেকে মামুনুল হককে উদ্ধার করে বেড়িয়ে নিয়ে আসেন হেফাজত কর্মি ও  সমর্থকরা।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায়  সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে এক নারীসহ মামুনুল হককে আটকে রাখে হোটেল কর্তৃপক্ষ ও কিছু স্থানীয় লোক। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

মামুনুল হক দাবি করেন, সঙ্গে থাকা সেই নারী তার ২য় স্ত্রী। তিনি ২বছর আগে এই নারীকে বিয়ে করেছেন এবং তার ২য় স্ত্রীকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন মামুনুল হক।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *