গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাদিরপুর ইউয়িনের ৯ নম্বর ওয়ার্ডের কাদিরপুর গ্রামের আনিছা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং ঘরগুলোতে থাকা মূল্যবান মালামাল, স্বর্ণ, নগদ টাকাও পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে বেলাল (৩৫) নামের এক যুবক অগ্নিদগ্ধ হয়েছেন। ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পেলে পার্শ্ববর্তী আরো ৫টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে বলে জানান তিনি।