ডায়ালসিলেট ::

Thank you for reading this post, don't forget to subscribe!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত অপরাধের বিচারের জন্য সিলেট বিভাগে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট প্রকাশের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম। ওই গেজেটে দেশের সকল বিভাগে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করা হয়।

সম্প্রতি এ বিষয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হয়। গত ৪ এপ্রিল সরকারের গেজেট প্রকাশিত হয়। এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অপরাধের বিচারের জন্য শুধু ঢাকায় একটি সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ছিল। এতে করে একটি ট্রাইব্যুনালে মামলার চাপ বাড়ার পাশাপাশি ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা নানা ভোগান্তি পোহাতেন।

নতুন সিদ্ধান্তে ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং স্ব স্ব বিভাগের জেলাগুলো এর অধিক্ষেত্র হিসেবে বিচারকাজ পরিচালিত হবে।

গেজেট অনুযায়ী, সিলেটের সাইবার ট্রাইব্যুনালের অধিক্ষেত্র হবে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত অপরাধের বিচার হবে।

এছাড়া ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ঢাকা, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত অপরাধের বিচার হবে। চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের অধিক্ষেত্র হবে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলা। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার এ সংক্রান্ত অপরাধের বিচার হবে। খুলনার সাইবার ট্রাইব্যুনালের অধীনে থাকবে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা ও ঝিনাইদহ জেলা। বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা ও ভোলা জেলা থাকবে বরিশালের সাইবার ট্রাইব্যুনালের আওতায়। রংপুর বিভাগে সাইবার ট্রাইব্যুনালের অধিক্ষেত্র হবে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার এ সংক্রান্ত অপরাধের বিচার হবে ময়মনসিংহের সাইবার ট্রাইব্যুনালে।

গেজেটে উল্লেখ করা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২০১৩ সালের ২৮ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকায় সাইবার ট্রাইব্যুনাল স্থাপিত হয়। এখন সেই প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এই প্রজ্ঞাপন জারির আগে ওই সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা, এর স্থানীয় অধিক্ষেত্রের (ঢাকা, নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা) মামলা ছাড়া অন্যান্য মামলা এই প্রজ্ঞাপন জারির ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে।

স্থানান্তরিত কোনো মামলা বিচারের ক্ষেত্রে মামলাটি যে পর্যায় থেকে ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে, সাইবার ট্রাইব্যুনাল সেই পর্যায় থেকে মামলার বিচার কাজ শুরু হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *