সিলেট-৩ আসনে আতিককে প্রার্থী দেয়ার দাবী জাতীয় যুব সংহতি দক্ষিণ সুরমা উপজেলার

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

সিলেট-৩ আসনে আতিককে প্রার্থী দেয়ার দাবী  জাতীয় যুব সংহতি দক্ষিণ সুরমা উপজেলার

ডায়ালসিলেট ডেস্ক ::

জাতীয় যুব সংহতি দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (১১ এপ্রিল) বিকেলে জিন্দাবাজারস্থ সিলেট সিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব সংহতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়ক আখতার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব বুলবুল আহমদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে উপজেলা জাতীয় যুব সংহতি একমত যে সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিকের কোন বিকল্প নেই।

বক্তারা বলেন, জাতীয় পার্টির  দুর্গখ্যাত সিলেট-৩ আসনে অতীতে জাতীয় পার্টির প্রার্থী ৩ বার বিজয়ী হয়েছিলেন। আমরা সেই ধারা অব্যাহত রাখতে আতিকুর রহমান আতিক-কে দলীয়ভাবে প্রার্থী দেয়ার জন্য পার্টি চেয়ারম্যানের প্রতি আহ্বান জানাচ্ছি। বক্তারা আতিকুর রহমান আতিকের সমর্থনে তৃণমূল যুব সংহতির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মী সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খান, আইন বিষয়ক সম্পাদক হাসান আহমদ।
কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম গেদুল, জলিল মিয়া, মালাই আহমদ, সাবেল আহমদ, রফসার আহমদ, সাহেদ আহমদ, শাহিদ মিয়া, সদস্য মামুন আহমদ, মো. মানিক, নাসির আহমদ, সুফন আহমদ, ফজলু মিয়া, শাহেদ আহমদ, তোফায়েল আহমদ, সুজন আহমদ রাজ প্রমুখ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ