ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জের জগন্নাথপুরে একবছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর (রৌডর) গ্রামের সাইদ উল্লার ছেলে।
আজ রবিবার (১৮ এপ্রিল) তাকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গতকাল শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিত্বে তার বিরুদ্ধে ২০১৮ সালে আদালত কর্তৃক একটি মাদক মামলায় এক বছরের সাজা প্রদান করা হয়েছিল।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামি অনেকদিন ধরে পলাতক ছিল। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

