ডায়ালসিলেট ডেস্ক::

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কমলেও এই সময়ে মৃত্যু হয়েছে ৫ জনের। ১৯শে এপ্রিল সোমবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৩২১ টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৬০ জন, শাজাহানপুরে ৪ জন এবং দুপচাঁচিয়ায় ১ জন।

একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এদের দুইজন নারী ও ৩ জন পুরুষ। এছাড়াও গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৬ জন। এনিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হলেন ১১ হাজার ৪১৮ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ১১০ জন, মারা গেছেন ২৭৭ জন। চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৩১ জন।।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *