স্পোর্টস ডেস্ক::

ইউরোপিয়ান সুপার লীগে যোগ দেয়ার ঘোষণা দেয়া ১২ ক্লাবের মধ্যে অন্যতম জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। এরই মধ্যে সুপার লীগ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ইন্টার। ছয় ইংলিশ ক্লাব এবং অ্যাটলেটিকো মাদ্রিদও একই ঘোষণা দিয়েছে। সুপার লীগের ভবিষ্যত শেষ হয়ে গেছে এমন মন্তব্য জুভেন্টাস ও এসি মিলান করলেও ক্লাব দুটি এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। যদিও সুপার লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এখনো অনড় অবস্থানে রয়েছেন। এরই মধ্যে সুপার লীগের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা বলেন, ‘সুপার লীগ-বিরোধী নিয়ম অনুসারে, যারা উয়েফা, ফিফা ও ইতালিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক অননুমোদিত এই প্রতিযোগিতায় যোগ দেবে, তারা সদস্যপদ হারাবে এবং সিরি আ ও কোপা ইতালিয়ায় নিষিদ্ধ হবে।’

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *