ডায়ালসিলেট ডেস্ক ::
সিলেটর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা, তাহমিন আহমদ এফবিসিসিআই’র পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য তাকে পরিচালক নির্বাচিত করা হয়েছে।
তাহমিন আহমদ সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজর (এসএমসিসিআই) প্রতিষ্টাতা পরিচালক, সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউস ও ওনার্স গ্রুপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের অভিজাত হোটেল কমপ্লেক্সে নির্ভানা ইন’র ব্যবস্থাপনা পরিচালক।
তাহমিন আহমদ এফবিসিসিআই’র পরিচালক পদে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে সিলেট মেট্টোপলিটন চেম্বারের পরিচালনা পরিষদ।
সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি আফজাল রশীদ চৌধুরী তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক হিসেবে তাহমিন আহমদ সিলেট তথা বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।