স্পোর্টস ডেস্ক::নারী আইপিএল স্থগিত করার চিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)। করোনা সংক্রমণ ঠেকাতে ভারতের সঙ্গে অনেক দেশের বিমান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। যে কারণে বিদেশি খেলোয়াড়রা এখন ভারতে যেতে পারবেন না। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, আয়োজকরা উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের (নারী আইপিএল) ব্যাপারে বেশ কিছু সাংগঠনিক প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বিমান চলাচল বন্ধ। যে কারণে ভারতে গিয়ে নারী আইপিএলে অংশ নিতে পারবেন না বিশ্বের তারকা ক্রিকেটাররা।
নারী আইপিএলের গত আসরে তিন দলে খেলেছেন মোট ১২ জন ভিনদেশি খেলোয়াড়। বাংলাদেশ থেকে ছিলেন সালমা খাতুন ও জাহানারা আলম।
সাধারণত আইপিএলের প্লে-অফ রাউন্ডের সময় হয়ে থাকে নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ।

এবারও যদি এটি ধরেই এগুনো হয়, তাহলে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের সূচি পড়ে মে মাসের শেষ সপ্তাহে। কিন্তু এ লক্ষ্যে বায়ো সিকিউর বাবলে প্রবেশ করার জন্য মে মাসের মাঝামাঝি থেকেই সব খেলোয়াড়দের যোগ দিতে হবে দলের সঙ্গে।
নারী আইপিএলের প্রথম আসর থেকে এক মাঠেই হয়ে থাকে সব ম্যাচ। কিন্তু এবার মূল আইপিএলেও এসেছে পরিবর্তন। হোম-এওয়ের বদলে এবার ছয় শহরের ছয়টি মাঠে হচ্ছে আইপিএলের সব খেলা।
এবার দিল্লিতে নারী আইপিএল আয়োজনের কথা ভাবা হয়েছিল। কিন্তু করোনার কারণে এখন মৃত্যুপুরীর রূপ নিয়েছে দিল্লি।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *