কাউন্সিলর লায়েকের বাসা এবং কার্যালয়ে হামলায় সিলেট মহানগর আ.লীগের নেতৃবৃন্দের নিন্দা

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

কাউন্সিলর লায়েকের বাসা এবং কার্যালয়ে হামলায় সিলেট মহানগর আ.লীগের নেতৃবৃন্দের নিন্দা

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকের বাসা এবং কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দুপুরে তার বাসা পরিদর্শন করে এ ঘটনার তীব্র নিন্দা জানান সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, সদস্য সাব্বির খান, আতিকুর রহমান সুহেদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ