ডায়ালসিলেট ডেস্ক;:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬০ জন।। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৫১০ জন। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৫২ জন। এতে মোট শনাক্ত সাত লাখ ৬০ হাজার ৫৮৪ জনে দাঁড়িয়েছে।
শনিবার ( ১ মে ২০২১ইং) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল ৫৭ ও গত পরশু ৮৮ জন মারা গেছেন।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৫ হাজার ১১৭টি নমুনা পরীক্ষা করে। করোনায় আক্রান্ত আরও ১ হাজার ৪৫২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ৬১ শতাংশ।
এদিকে সিলেটে গত ২৪ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ জন তবে কেউ মারা যাননি। এনিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২০হাজার ৬৯৬জন। সিলেট বিভাগজুড়ে মৃত্যুবরণ করেছেন ৩৫০জন। এর মধ্যে সিলেট জেলায় মৃত্যুবরণ করেছেন ২৭৭জন এতে আক্রান্ত হয়েছেন ১৩২৭০জন, সুনামগঞ্জ জেলায় মৃত্যুবরণ করেছেন ২৭জন এতে আক্রান্ত হয়েছেন ২৭৩৪ জন, হবিগঞ্জ জেলায় মৃত্যুবরণ করেছেন ১৮ জন এতে আক্রান্ত হয়েছেন ২৩৬৯ জনএবং মৌলভীবাজার জেলায় মৃত্যুবরণ করেছেন ২৮জন এতে আক্রান্ত হয়েছেন ২৩১৯ জন।