প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, মে ২, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক ::
দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে জুয়াখেলার সামগ্রী সহ ১২ জুয়ারী গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১ মে ২০২১) রাত পৌনে ১১ টায় সহকারী পুলিশ কমিশনারের নির্দেশনায় দক্ষিণ সুরমা থানার নেতৃত্বে
দক্ষিণসুরমা জৈনপুর রোডস্থ বাছির মিয়ার পয়েন্টের চায়ের দোকান ঘরে আইপিএল খেলা জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো : ১। ওসমানীনগর থানার লতিবপুর বাসিয়া গ্রামের মৃত লতিফ উল্লাহ ছেলে কবির আলী (৪১) ২। একই গ্রামের মৃত হাফিজ উল্লাহ ছেলে মো:আ:শহিদ (৩২), ৩। হবিগঞ্জের জেলার আজমেরীগঞ্জ থানার কামালপুর মৃত মো: আশিক মিয়া ছেলে মো: রুবেল মিয়া (২৪), ৪। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের থানার শিববাড়ী মৃত আ: রহমান ছেলে মো: আব্দুর রহিম (৩৩) ৫। হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার কামালপুরের মৃত মো: রাশেদ মিয়া ছেলে মো: জসিম (২১) ৬। সুনামগঞ্জের দিরাই থানার, ভাটিদল জগলু মিয়ার ছেলে মো: সোহেল মিয়া (৩২) ৭। দক্ষিণ সুনামগঞ্জ আমরীয়ার জনাব আলীর ছেলে রুজিল (২০) ৮।মৃত শহিদ মিয়া ছেলে আলাল মিয়া (১৯) সাং-দক্ষিণ সুরমার শিববাড়ী, ইসমাইল মিয়ার বাড়ী। ৯। ওসমানীনগরের ধরকান গ্রামের শুকুর আলীর ছেলে মো: আলাল মিয়া (২০) ১০। ফেঞ্চুগঞ্জ এর আটুভাঙ্গা এলাকার মো: সেলিমের ছেলে মো: আলম (২৫) ১১। দক্ষিণ সুরমার জৈনপুর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে আলী হোসেন (৩৫), ১২। দক্ষিণ সুরমার জৈনপুর,শিববাড়ী তজুম আলীর ছেলে মো: জহির মিয়া (২৪) কে আটক করা হয়েছে।
এসময় আসামীদের ব্যবহৃত (ক) ০১টি কালো রংয়ের ৩২ ইঞ্চি ওয়ালটন র্স্মাট টিভি, ০১টি পেষ্ট কালারের পুরাতন শপিং ব্যাগের ভিতরে রক্ষিত সর্বমোট-২,৮৮৫/-টাকাসহ বেশ কয়েকটি জুয়ার জিনিসপত্র জব্দ করা হয়েছে।
উক্ত আসামী’দের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০১, তারিখ-০২/০৫/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেনদক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ, মো: মনিরুল ইসলাম।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech