র‌্যাব-৯ এর অভিযানে হেরোইন ও বিদেশী অস্ত্রসহ গ্রেফতার যুবলীগ নেতা জাকিরুল আলম

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, মে ৩, ২০২১

র‌্যাব-৯ এর অভিযানে হেরোইন ও বিদেশী অস্ত্রসহ গ্রেফতার  যুবলীগ নেতা জাকিরুল আলম

ডায়ালসিলেট ডেস্ক ::

সিলেটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর অভিযানে যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে (৪১) গ্রেফতার করা হয়েছে। এসময় গ্রেফতার করার সময় তার কাছ থেকে হেরোইন ও বিদেশী রিভলবারসহ ২টি গুলি উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে।

রবিবার (২ মে ২০২১ইং) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেঃকর্ণেল আবুমুসা মোঃ শরীফুল ইসলাম, পিএসসিএর নেতৃত্বে এবং অতিঃপুলিশ সুপার মোঃ সামিউল আলমসহ স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে তার কাছ থেকে বিদেশী রিভলবার, ২টি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা।

সোমবার (৩ মে২০২১ইং) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ