আ’লীগ নেতা মরহুম কিনু মিয়া তার সহ পরিবারের সাথে শমশ জামালের সাক্ষাৎ

ডায়াল সিলেট ডেস্ক ::

দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বরইকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম হাজী আতিকুল হক কিনু মিয়ার বাসভবনে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেবুন্নেছা-এনাম ফাউন্ডেশনের কর্ণধার সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রত্যাশী শমশের জামাল। গত ২৩ মে বিকেল বেলার দিকে পরিবারের সবাইকে শান্তনা দেন এবং মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করেন যাতে উনাকে জান্নাতবাসী করেন এবং পরিবারের সদস্যদের খোজ খবর নেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এসময় সিলেট জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য তপন পাল, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ সিলেট মহানগর শাখার সহ সভাপতি এডভোকেট দিলীপ কুমার কর, বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ দিপু, জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু আবনদ আরও অনেকে মরহুমের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুটবল খেলোয়াড় জয়নুল হক টুটুল, ময়ুরকঞ্জ কমিউনিটি সেন্টারের পরিচালক মুজিবুল হক শিমুল, মিনহাজুল হক রুহুল প্রমুখ।

বিজ্ঞপ্তি

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *