ডায়ালসিলেট ডেস্ক:আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর চৌহাট্টস্থ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন করেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রী কমিটির কার্যনির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর, সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সিলেট বুদ্বিজীবী দিবসে শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন- সিলেট বিভগীয় কমিশনার, ডিআইজি সিলেট, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহাগর কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার সিলেট, সিলেট জেলা প্রেসক্লাব, বাসদ মার্কসবাদী, সিলেট বিভাগীয় গণদাবী ফোরামসহ আরো অনেকে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *