নৌযান বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২১

নৌযান বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ

জাতীয় ডেস্ক ::

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে সারা দেশে সব ধরনের নৌযান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ বিকেলে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিআইডব্লিউটিএ।
এদিকে, ঘণ্টায় ২১ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। এতে বাতাসের গতি ঘণ্টায় ১৬৫ থেকে ১৯০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ৫২৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৬৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। দেশের চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো বাতাস বইছে চরাঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশ করেছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ