ভারতের ওড়িশায় ইয়াসের ভয়াবহ তাণ্ডব

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২১

ভারতের ওড়িশায় ইয়াসের ভয়াবহ তাণ্ডব

আর্ন্তজাতিক ডেস্ক ::

আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশায় আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। এ সময় ঝড়ো বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। অতি শক্তিশালী এ ঘূর্ণিঝড়ের আঘাতে রাজ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর নিশ্চিত করেছে। খবরে আরও বলা হয়, সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে জানা যায় বালেশ্বরের দক্ষিণে স্থলভাগে আছড়ে পড়ে ইয়াস। ঝড়ের তাণ্ডবে রাজ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে রাজ্যের কোথায় এবং কখন মৃত্যুর ঘটনা ঘটেছে তা এখনো জানায়নি হিন্দুস্তান টাইমস। মৃত ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেনি।

এদিকে  বাংলাদেশের আব্হাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালীসহ আশপাশের এলাকা। পূর্ণিমার কারণে জলোচ্ছ্বাস হওয়ার শঙ্কাও রয়েছে। এছাড়া সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।.

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ