নিজস্ব প্রতিবেদক::
Thank you for reading this post, don't forget to subscribe!সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম শাহিন (২০), তিনি উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের মৃত আছদ্দর আলী ছেলে।
শনিবার (২৯ মে) বিকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, উপজেলার পাথারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামে পূর্ববিরোধের জেরে শাহীন ও শরীফ নামে দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটিসহ হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে শরীফ প্রতিপক্ষ শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ছুরিকাঘাতে গুরুত আহত হলে স্থানীয়রা উদ্ধার করে শাহীনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন।
খুনের ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, এক যুবকের ছুরিকাঘাতে আরেক যুবক খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

