ডায়ালসিলেট ডেস্ক ::
খেলাফত মজলিসের সহযোগি সংগঠন শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। গতকাল ৩১ মে সোমবার সন্ধ্যা ৭ টায় সিলেট মহানগর শ্রমিক মজলিসের বার্ষিক মজলিসে শুরার অধিবেশন নগরীর পূর্ব জিন্দাবাজারের এক বিপনী বিতানে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি জুবায়ের আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শুরা অধিবেশনে বার্ষিক রিপোর্ট পেশ, পর্যালোচনা এবং ২০২১-২২ সেশনের জন্য শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহসভাপতি ডাঃ মুহাম্মদ ফয়জুল হক এবং সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান।
শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার ২০২১-২২ সেশনের জন্য নির্বাচিত দায়িত্বশীলগণ হলেন- সভাপতি- মাওঃ সেলিম আহমদ, সহসভাপতি- ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, কাজী শামসুল ইসলাম, মাওঃ মোঃ আবু সাঈদ, মাওঃ হোসাইন আহমদ।
সাধারণ সম্পাদক- মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক ও বায়তুলমাল সম্পাদক- মাওঃ মুজিবুর রহমান, অফিস সম্পাদক- হাফিজ রেজাউল করীম, সমাজকল্যাণ সম্পাদক- মুহাম্মদ ওমর ফারুক, প্রচার সম্পাদক- মাহমুদ হোসাইন, সদস্য- মাওঃ সাঈদ মাহবুব সাইমী।
নবনির্বাচিত সভাপতি মাওঃ সেলিম আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক মোঃ মাসুদ আহমদ, শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর খেলাফত মজলিসের নির্বাহী সদস্য ও শ্রমিক মজলিসের সাবেক সভাপতি জুবায়ের আহমদ, সিলেট জেলা শ্রমিক মজলিসের সভাপতি মাওঃ আব্দুল কাইয়ুম, মহানগর শ্রমিক মজলিসের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, মাওঃ মোঃ আবু সাঈদ প্রমুখ।
বিজ্ঞপ্তি