এয়ারপোর্টে গাঁজা চাষ করতেন লাল,

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ১, ২০২১

এয়ারপোর্টে গাঁজা চাষ করতেন লাল,

ডায়ালসিলেট ::

সিলেটের এয়ারপোর্টের এলাকা এক গাজাচাষী আটক করেছে র্যা ব। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় এক অভিযানে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকায় সোমবার বিকেল সাড়ে ৪টায় অভিযান পরিচালনা করে। এসময় গাঁজারগাছসহ গাঁজাচাষী লাল মিয়া (৩৫)-কে আটক করা হয়। সে এয়ারপোর্টের তারাপুর চা বাগান এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‍্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৮(ক) ধারায় মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ