ডায়ালসিলেট ডেস্ক::
Thank you for reading this post, don't forget to subscribe!করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের সঙ্গে আরও সাতটি দেশের ফ্লাইট চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার (৪ জুন) রাত ১২টা ১ মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
মঙ্গলবার (০১ জুন) মধ্যরাতে এক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক জানায় আগে থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা চারটি দেশসহ এখন মোট ১১টি দেশের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
নিষেধাজ্ঞায় যুক্ত হওয়া নতুন দেশগুলো হলো- বাহরাইন, বলিভিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, প্যারাগুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো এবং উরুগুয়ের নাম। আগে থেকে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত ও নেপাল।
তবে করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, জর্জিয়া, ইরান, মঙ্গোলিয়া, ওমান, সাউথ আফ্রিকা ও তিউনিশিয়ায় থাকা ফ্লাইট নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

