আর্ন্তজাতিক ডেস্ক ::

বলিউড তো বটেই বিশ্ব চলচ্চিত্রও পেছনে পড়ে যাচ্ছে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ছবি ‘কেজিএফ’-এর কাছে।গেল বছরের শেষের দিকে মুক্তি পায় কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ছবি ‘কেজিএফ-১’। মুক্তির পর থেকে ভারতসহ বিশ্বে ব্যাপক সাড়া ফেলে ‘কেজিএফ: ১’। এ কারণেই ‘চ্যাপ্টার ২’ তৈরিতে আর দেরি করলেন না প্রযোজক ও পরিচালক। ‘কেজিএফ টু’-এর পুরো দল মন্দিরে পূজা দিয়ে মহরতের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু করে। ছবি সংশ্লিষ্ট একজন বলেছেন, ছবিটি শুধু ভারত নয় বিশ্বও কাঁপাবে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সুপার স্টার যশের অভিনয় এবং কেজিএফ: চ্যাপ্টার ১–এর সাফল্য কন্নড ছবিকে ভারতে লাইমলাইটে নিয়ে আসে। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। কেজিএফ মুক্তি পাওয়ার প্রায় একই সময়ে বলিউড় কিং শাহরুখ খানের জিরো ছবিটি মুক্তি পায়। কেজিএফ: ১ সুপার ডুপারহিট হলেও মুখথুবড়ে পড়ে ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা ও শাহরুখের জিরো। যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা কেজিএফ। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটির প্রথম পার্ট বা চ্যাপ্টার ওয়ান। ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়ে পুরো ভারত মাতিয়েছেন যশ। বক্স অফিসেও গড়েছে ইতিহাস। এবার শুরু হলো ছবির দ্বিতীয় পার্ট। সম্প্রতি কেজিএফ: চ্যাপ্টার টুর শুটিং শুরু হয়েছে। কোলার গোল্ড ফিল্ড বা কেজিএফ ছবিতে যশের নাম রকি। গ্যাংস্টারদের নিয়ে গল্পের ছবি কেজিএফ।

একদিনের ভিউ বিচারে টিজারটি ইতোমধ্যেই ছাড়িয়ে গেছে সব ভারতীয় ছবিকে। ২৪ ঘণ্টায় এর মোট ভিউ হয়েছে ৭৮ মিলিয়ন। এখন এই টিজারটি ১০০ মিলিয়ন ভিউ অতিক্রমের পথে।শুধু তাই নয়, এভাবে এগুতে থাকলে কদিন পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর ট্রেলারের ২৮৯ মিলিয়ন ভিউকেও পেছনে ফেলে দিতে পারে ‘কেজিএফ-২’-এর টিজার।

অন্যদিকে, ১ দিনে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হওয়ার ভিডিওটি হলো কোরিয়ান ব্যান্ড বিটিএসের ‘ডিনামাইটস’। দর্শকরা এটি মুক্তির প্রথমদিনেই দেখেছে ১০২.১ মিলিয়নবার।

মূলত সুপারস্টার যশের অভিনয় এবং ‘কেজিএফ: চ্যাপ্টার ১’–এর সাফল্য ভারতীয় কন্নড় ছবিকে লাইমলাইটে নিয়ে এসেছে। তারই ধারাবাহিকতায় এর দ্বিতীয় কিস্তির এই টিজার ভিউ। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটির প্রথম পার্ট বা চ্যাপ্টার ওয়ান। ছবিতে দুর্দান্ত অভিনয় দিয়ে পুরো ভারত মাতিয়েছেন যশ। বক্স অফিসেও গড়েছে ইতিহাস।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *