করোনা পরিস্থিতিতে হজযাত্রা বাতিল করছে ইন্দোনেশিয়া

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুন ৩, ২০২১

করোনা পরিস্থিতিতে হজযাত্রা বাতিল করছে ইন্দোনেশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক::

আজ বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবারও গত বছরের মতো হজ যাত্রীদের সৌদি আরবে যেতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া।

দেশটির মন্ত্রিপরিষদ সচিবালয়ের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার অনেক মানুষের কাছেই তাদের জীবনের অন্যতম কাঙ্খিত ইভেন্ট হলো হজ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠানে অংশ নিতে কোটা পদ্ধতির কারণে দেশটির অনেককেই গড়ে প্রায় ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এক বিবৃতিতে দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কওমাস বলেন, হজ যাত্রার সুরক্ষা এবং মহামারির কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এই বছরও ইন্দোনেশিয়ান নাগরিকদের হজে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হবে না। তাছাড়া সৌদি আরবও এখনো পর্যন্ত কোনো অনুমতি দেয়নি।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ