ডায়ালসিলেট : চীনে একটি রেললাইনে সংস্কার কাজ চলার মধ্যেই চলে আসা ট্রেনের আঘাতে অন্তত নয়জন মারা গেছেন। নিহতরা সবাই রেলওয়ের কর্মী।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ২৫ মিনেটে গানসু প্রদেশের জিনচ্যাং শহরে মর্মান্তিক এ ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতায় ঘটনাস্থলে মেডিক্যাল ও জরুরি সেবা টিম মোতায়েন করা হয়েছে।

তবে, দুর্ঘটনাটি কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছেন চীনা নেটিজেনরা।

চীনের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে একজন মন্তব্য করেছেন, কর্মীরা সংস্কার কাজ করলে সেই খবর ট্রেনচালকের অবশ্যই জানার কথা। তাহলে এই দুর্ঘটনা কীভাবে ঘটল? শুধু শুধুই নয়টি প্রাণ চলে গেল!

আরেক নেটিজেন এ ঘটনায় দায়ী ব্যক্তিকে শনাক্তের দাবি জানিয়ে প্রশ্ন করেছেন, তিনি কে এবং তখন কী করছিলেন?

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *