প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন লাভ করেছে। শনিবার (৫ জুন) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে যারা স্থান পেলেন তারা হলেন- সভাপতি- বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আহাদ সাবেক চেয়ারম্যান, আহমদ হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা হারুন হেলাল চৌধুরী, নাজীম উদ্দিন সাবেক চেয়ারম্যান,শামসুদ্দিন খান, মুস্তাক আহমদ, সালেহ আহমদ বাবুল, অধ্যাপক আব্দুল খালিক, আশরাফুল ইসলাম।
সাধারণ সম্পাদক-দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী দিপু, আব্দুস শুকুর পৌর-মেয়র, আবুল কাসেম পল্লব( উপজেলা চেয়ারম্যান), আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন (তিলপাড়া), তথ্য ও গবেষণা সম্পাদক আতিকুর রহমান (কসবা), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শিহাব উদ্দিন (চেয়ারম্যান), দপ্তর সম্পাদক বেলাল আহমদ (মাথিউরা), ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মুসাব্বির মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবের আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন সাবেক চেয়ারম্যান, মহিলা বিষয়ক সম্পাদক ডা. তাহমিনা খাতুন (মাথিউরা), মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির (কমান্ডার), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস টিটু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল কাদির(দুবাগ চরিয়া), শ্রম বিষয়ক সম্পাদক আবুল হোসেন খসরু (ফতেহপুর), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল উয়াদুদ এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু।
সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন (উপজেলা ভাইস চেয়ারম্যান), হুমায়ুন কবির (ঘুঙ্গাদিয়া) ও মাসুদ হোসেন খান (বালিঙ্গা)। সহ-দপ্তর সম্পাদক জহিরুল হক রাজু , সহ-প্রচার সম্পাদক মো. আমান উদ্দিন ও কোষাধ্যক্ষ গৌছ উদ্দিন খান খোকন।
সদস্যরা হলেন- ময়নুল ইসলাম (সাবেক সহ সভাপতি), শামসুজ্জামান শাহজাহান, ময়নুল হোসেন (সাবেক কোষাধ্যক্ষ), মাহমুদ আলী (চেয়ারম্যান), আবদুস সালাম (চেয়ারম্যান), জহুর উদ্দিন (চেয়ারম্যান), আক্তারুজ্জামান আজব আলী, আমির উদ্দিন আলীওর, মোহাম্মদ হোসেন খসরু, সুরমান আলী, কনক কান্তি ধর, নোমান আহমদ (শ্রীধরা), কামরুল হক (ঘুঙ্গাদিয়া), সাগর দাশ চৌধুরী, আরবাব হোসেন খান, বীরমুক্তিযোদ্ধা রফিক উদ্দিন, বেলাল আহমদ (তিলপাড়া), জয়নুল ইসলাম রফিক (ফেনগ্রাম), আবদুল কাদির (লাল বাউরভাগ), কামাল হোসেন (কাকরদিয়া), হোসেন আহমদ এনু, সালেহ আহমদ (আলীনগর), রফিকুল ইসলাম চৌধুরী রনি (চারখাই), আফজাল হোসেন (পলাশ), লুৎফুর রহমান ফয়সল, শাহিদুর রহমান জায়দুল, আবদুল মান্নান মিন্টু, আছার উদ্দিন, ফয়সল আহমদ (চারখাই), ছাদেক আহমদ আজাদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু (চারখাই), পাভেল মাহমুদ, ইকবাল হোসেন তারেক, কাওসার আহমদ (ঘুঙ্গাদিয়া), সাইদুল ইসলাম (সালেশ্বর)।
এ/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech