প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ৭, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক ::
৭ই জুন সোমবার সকাল ১১টার সময় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মাটে ভূমিকম্প মোকাবেলায় ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এর করণীয় বিষয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সিলেট ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের সেচ্চাসেবীদের নিয়ে মহড়া অনুষ্টানের শুরুতে দেখানো হয় কিভাবে ভূমিকম্পে আগুন লাগে ও কিভাবে মানুষ বহুতল ভবনে আটকে পড়ে এই সময়ে কিভাবে তাদের উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে ভর্তি, বহুতল ভবন থেকে রশি দিয়ে বেয়ে মানুষদের নামানো, মই বেয়ে আটকে পড়া মানুষ নামানো সহ অত্যাধুনিক রেকার দিয়ে সুউচ্চ ভবনের ছাদ থেকে উদ্ধার করা সহ বিভিন্ন বিষয়ে মহড়া দেখানো হয়েছে।
সিলিন্ডার গ্যাস থেকে আগুনের সূত্রপাত বা কোন বস্তু বা ভবনে আগুন ধরলে কিভাবে আগুন নেভাতে হয় তা ও মহড়াতে দেখানো হয়েছে।মহড়া অনুষ্ঠানটি শুরু থেকে প্রত্যক্ষ করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এ সময় সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট আঞ্চলিক উপপরিচালক আনিসুর রহমান, সহকারী পরিচালক শহিদুল ইসলাম ভূইয়া, উপসহকারী পরিচালক শওকত আলী জোয়ারদার, ইন্সপেক্টর আতিকুর রহমান, সিনিয়র ষ্টেশন অফিসার হুমায়ুন কার্ণাইন, অফিসার মহসিন আহমদ, মিজানুর রহমান, যীশু দেব, জালাল আহমদ, সিলেট আরবান কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপের সভাপতি এড. মোঃ জাহিদ সরওয়ার সবুজ সাধারন সম্পাদক ও আরোও অনেকে ।
মহড়া অনুষ্ঠান শেষে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সিলেট ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা সহ মহড়ার সাথে জড়িত ভলান্টিয়াদের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের সবাইকে উৎসাহ প্রদান করে ধন্যবাদ দেন। বিজ্ঞপ্তি
ডিএস/পিএম
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech