প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক :: সিলেটে ১০ দিনে ১০ দফা ভূমিকম্পের ফলে আতঙ্কে আছেন নগরবাসী। এ পরিস্থিতিতে আশু করণীয় নির্ধারণে বুধবার (৯ জুন) বিকেলে সিলেটে সিটি করপোরেশনের উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শাবিপ্রবির সিভিল ও পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘ভূমিকম্প নিয়ে সিলেটের বড় ধরনের সমীক্ষা দরকার। সমীক্ষা হলে মানুষকে প্রকৃত তথ্য দেওয়া যাবে। এসব বিষয়ে আমরা আর সিসিক একযোগে কাজ করব। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ও পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপকরা আগামীকাল (বৃহস্পতিবার) একটা সভায় বসবেন। তারা নগরের সাইটগুলোও ভিজিট করবেন। পরে আমাদের পর্যবেক্ষন সিসিককে জানাব।’
তিনি আরও বলেন, ‘ভূমিকম্প তো আমাদের হাতে নেই। এটা যেকোনো সময় হতে পারে। তবে আমারদের পূর্ব প্রস্তুতি রাখতে হবে। তাই আমাদের এ বিষয়ে সমীক্ষা দরকার। এসব বৈজ্ঞানিক সমীক্ষা করে আমাদের সামনে পরিকল্পিতভাবে আগাতে হবে।’
এবিষয়ে মেয়র বলেন, ‘আমরা শাবিপ্রবিকে নগরের সববিষয় সম্পর্কে বলেছি। তারা তা পর্যবেক্ষণ করে আমাদের জানাবেন। এর পর আমরা পরবর্তী কাজ শুরু করব।’
তিনি আরও বলেন, ‘বন্ধ হওয়া মার্কেটের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত জানাতে তাদের বলেছি। কারণ যদি মার্কেটগুলো আশঙ্কামুক্ত থাকে তাহলে দ্রুত তা খুলে দিতে চাই আমরা।’
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech