ডায়ালসিলেট ডেস্ক::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে এক যুবক মারা গেছেন। শুক্রবার (১১ জুন) ঢাকা-সিলেট রেলপথের শায়েস্তাগঞ্জের লস্করপুরে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস লস্করপুর রেলগেইটে পৌছলে অজ্ঞাতনামা এক যুবক(২৫) ট্রেনের নীচে কাটা পড়ে মারা যায়। স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে খবর দেয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (আইসি) হারুনুর রশিদ বলেন, রাত সাড়ে ১১ টায় খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (১২ জুন) সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।