ডায়ালসিলেট ::সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ আজাদ ডন।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (৩১ মে) সকাল ১০ টায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে তিনি মতবিনিময় করেন।
সিলেটে সাম্প্রতিক ভূমিকম্প ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় আজিজুস সামাদ আজাদ ডন বলেন, আতঙ্খিত হওয়ার কিছু নাই, মনোবল শক্ত রেখে সরকারি নির্দেশনা মানতে হবে। যে কোনো দুর্যোগে সরকার মানুষের পাশে আছে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোর্শেদ আহমদ চৌধুরী বলেন, ভূমিকম্প অন্যান্য দুর্যোগের মত একটা প্রাকৃতিক দুর্যোগ। যে কোনো দুর্যোগে সাহস রাখতে হবে। মানুষের ম্যধে যাতে কেউ আতঙ্খ ছড়াতে না পারে সে দিকে খেয়াল রাখতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি কয়েছ গাজী, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহীন, সিলেট বিএমএর সহ সভাপতি অধ্যাপক ইউনুছ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রোমান, জেলা আহবায়ক কমিটির সদস্য ডা. তৌহিদুল ইসলাম এমদাদ প্রমুখ।

