ডায়ালসিলেট ডেস্ক : বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) ব্যবস্থাপনা পরিচালক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ডা. বিকর্ণ কুমার ঘোষ এর সাথে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (১২ জুন) সন্ধ্যা ৬ টায় সিলেট ক্লাবে তার সাথে বিসিএস নেতৃবৃন্দরা মিলিত হন।
পরে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার নেতৃবৃন্দরা ডা. বিকর্ণ কুমার ঘোষকে সম্মাননা স্মারক প্রদান করেন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এ টি শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আফজল রশীদ চৌধুরী, প্রাক্তন সভাপতি হাসিন আহমদ, এফবিসিসিআই পরিচালক তাহমিন আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুস চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ বিন আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, বিসিএস সিলেট শাখার সদস্য মাসুদ হায়দার জালালাবাদি, সরদার আমিনুর রহমান সুপন, হাবিবুর রহমান জুনেদ প্রমুখ।

