প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক: পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো ফের মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্য আলোচনায়। সংবাদ সম্মেলনে বিজ্ঞাপনী সংস্থার পানীয় সরিয়ে দিয়ে আলোচনার খোরাক হয়েছেন তিনি।
রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন ।এই তারকা ফুটবলার কার্বনেটেড সফট ড্রিংকস একদম পছন্দ করেন না। ইউরো ২০২০ সাংবাদিক সম্মেলনে এসে মুখের সামনে রাখা দুটি কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন তিনি। একটি পানির বোতল তার বদলে হাতে নিয়ে বলেন, কোক নয়, পানি খান। অথচ উয়েফা ও ইউরোর অন্যতম বড় স্পন্সর এই কোক প্রতিষ্ঠানটি। ফলে পর থেকেই বিতর্ক তুঙ্গে এই ঘটনা।
বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলার রোনালদোর এমন কাণ্ডে ব্র্যান্ড মূল্য নিচের দিকে নেমে যাচ্ছে। কোকাকোলার ক্ষতি প্রায় ৩৪ হাজার কোটি টাকা বাংলাদেশি মুদ্রায়
এই ঘটনার পর কোকাকোলা জানিয়েছে, ‘সবারই নিজের পছন্দ-অপছন্দ আছে, একেকজনের প্রয়োজন ও পছন্দ আলাদা’।
এর আগেও কোকাকোলার বিপক্ষে কথা বলেছিলেন রোনালদো। তিনি ছেলেকে শাসনের কথা বলতে গিয়ে সফট ড্রিংস হিসেবে কোকাকোলার নাম নিয়েছিলেন। রোনালদো বলেছিলেন, ‘আমি আমার ছেলেকে কড়া শাসনে রাখি। মাঝেমধ্যে সে কোক বা ফান্টা খায়, চিপসও খায়। সে জানে আমি এটা পছন্দ করি না।
’সূএ:সমকাল
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech