ডায়ালসিলেট ডেস্ক;:
Thank you for reading this post, don't forget to subscribe!হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। বুধবার ( ১৬ জুন) বিকেলে তাদের লাশ উদ্ধার করা হয়। শিশু দু’টির মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শিশু দু’টি বানিয়াচং উপজেলার দেশমূখ্য পাড়ার নূর মিয়ার মেয়ে তাসপিয়া (৮) ও নুরফল মিয়ার কন্যা নুসরাত (৬)।
বানিয়াচং থানা ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর দক্ষিন-পূর্ব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেশমূখ্য পাড়া গ্রামের আপন দুই ভাই নুর মিয়া ও নুর ফল মিয়ার দুই শিশু কন্যা তাসপিয়া ও নুসরাত।
আপন চাচাতো বোন হওয়ায় তারা দু’জন এক সাথে সবসময় খেলাধুলাসহ একসাথে থাকতো। তাসপিয়া সাঁতার জানলেও সাঁতার জানতো না নুসরাত।
বুধবার বিকেল ৫ টার দিকে সকলের অগোচরে বাড়ির পিছনের পুকুরে শিশু দু’টি গোসল করতে যায়। দীর্ঘ সময় খোঁজাখুজি করে তাদেরকে না পেয়ে পুকুরের ঘাটে জামা দেখে পানির নীচ থেকে লাশ উদ্ধার করা হয়।
শিশু দু’টির লাশ উদ্ধার করার সময় একজন অপর জনকে জড়াজড়ি করে রেখেছিলো। এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি মর্মান্তিক। শিশু দু’টির পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের সিদ্ধান্ত হয়নি।
এম/

