আসছে ঈদে‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকটির সিক্যুয়েল্

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১

আসছে ঈদে‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকটির সিক্যুয়েল্

ডায়ালসিলেট ডেস্ক:২০২০ এ ইউটিউবে প্রকাশিত সর্বোচ্চ জনপ্রিয় নাটকের তালিকায় ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকটি রয়েছে। যেটি দ্রুততম কোটি ভিউ প্রতিযোগিতায়ও অবস্থান করছে তালিকার প্রথম দিকে।

আসছে ঈদের বড় চমক হিসেবে সেই নাটকটির সিক্যুয়েল্। এবারের নাটকটির নাম ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ আনলিমিটেড’। নাটকে হাজির হবেন অপূর্ব ও মেহজাবিন।
সিএমভির প্রযোজনায় সিক্যুয়েলটি লিখেছেন রাজীব আহমেদ।রুবেল হাসান এটি নির্মাণ করেছেন।
আগের চরিত্রগুলো হুবহু থাকছে। সঙ্গে আরও কয়েকটি নতুন চরিত্র যোগ হয়েছে এবার। আর গল্পেও থাকছে পুরনো ধারাবাহিকতার সঙ্গে নতুন বৈচিত্র্য, বলে জানান নির্মাতা রুবেল।
সূএ:ইওেফাক

 

0Shares