প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২১
ডায়ালসিলেট ডেস্ক::
সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ একাংশ) উপ-নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেটের মেন্দিবাগস্থ জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৬ জনের মধ্যে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটাংনিং কর্মকর্তা মোহাম্মদ ইসরাইল হোসেন।
তারমধ্যে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আলহাজ আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী, কংগ্রেস প্রার্থী জুনায়েদ মো. মিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া অপর ২ প্রার্থী শেখ জাহেদুর রহমান মাসুম ও ফাহমিদা হোসেন রুমার ভোটার তালিকায় স্বাক্ষর না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়। তবে তারা প্রার্থীতার জন্য আপিল করতে পারবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগমী ২৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণ।
উল্লেখ্য- গত ১১ মার্চ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ এলাকা নিয়ে গঠিত সিলেট-৩ আসনটি শূন্য হয়।
এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech