ডায়ালসিলেট ::
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকা থেকে প্রায় সাড়ে ৬শ’ পিস ইয়াবাসহ আটক দুই কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন, কোম্পানীগঞ্জ থানার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে শৈলেন বিশ্বাস ( ৩০) ও ইসলামপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মো. মন্নান মিয়া (৪০)। আজ শুক্রবার ( ১৮ জুন ) আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৯ ইসলামপুর ক্যাম্পের একটি দল। এসময় তাদের হেফাজত থেকে ৬৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করেন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
এম/